সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২৩ মার্চ ২০২৫

Google News
চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ সময় একটি পিকআপসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

গ্রেফতার দুজন হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিক-আপ চালক মো. বাদশা (২৬)। তারা দুজনই রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের