সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

গরু ব্যবসায়ীদের এলোপাথাড়ি গুলি করে ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৩, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১০:৩৪, ২৩ মার্চ ২০২৫

Google News
গরু ব্যবসায়ীদের এলোপাথাড়ি গুলি করে ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই

মির্জাপুরে গোড়াই সখীপুর-রোডের পাঁচগাঁও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে গরু ব্যবসায়ীদের গুলি করে দুই ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই হয়েছে। শনিবার ইফতারের সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের মারধরে আহতরা হলেন গরু ব্যবসায়ী রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, মো. জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।

গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, শনিবার ছিল কাইতলা গরুর হাট। রাজশাহী থেকে চার ব্যবসায়ী মিলে গরু নিয়ে হাটে বিক্রির জন্য এসেছিলেন। গরু বিক্রির পর প্রায় ৮০ লাখ টাকা দুটি ব্যাগ ভর্তি করে একটি প্রাইভেট কারে রাজশাহী যাচ্ছিলেন। প্রাইভেট কারটি মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের পাঁচগাঁও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে এলে পেছন ও সামনের দিক থেকে আসা ১০-১২টি মোটরসাইকেল ও একটি গাড়িতে ২০-২৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এলোপাথাড়ি গুলি ছুড়ে জিম্মি করে।

ছিনতাইকারীরা গাড়ির চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে মারধর করে দুটি ব্যাগে ভর্তি প্রায় ৮০ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এইচ এম মাহবুর রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের