
কক্সবাজারের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশিসহ দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শূন্য রেখা সীমান্ত সংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানা ঘেঁষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঘুমধুম তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও ভাজাবুনিয়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা।
স্থানীয়রা জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪-৩৫। এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ মিটার পূর্ব দিকে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মিরা একটি কবরস্থান দখল করে রেখেছে। রাতে ওই স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়ে।
তারা জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে।
তাদের দাবি, যে জায়গায় তারা গুলিতে আহত হয়েছেন, সেখানে চোরাকারবারিদের আনাগোনা রয়েছে।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, আহত দুই যুবকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন।
মিয়ানমার অংশের পুরো সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের কথা জানিয়ে আসছে রাখাইনে জান্তার সঙ্গে লড়াই অব্যাহত রাখা বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহী গোষ্ঠীটি ঘুমধুম সীমান্তের ওপারে থাকা জান্তার অধীনস্থ মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের দুটি বর্ডার অবজারভেশন পোস্ট দখল করে।