শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

Radio Today News

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরটি বেঁচে আছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১৯ মার্চ ২০২৫

Google News
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরটি বেঁচে আছে

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যার খবর ভাইরাল হয় গতকাল রাতে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যাননি।

আজ বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া তার পরিবারের দাবি ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি।

আজ রবিউল দাবি করেন , সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হন তিনি। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়।

এর আগে, গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের