বুধবার,

১৯ মার্চ ২০২৫,

৪ চৈত্র ১৪৩১

বুধবার,

১৯ মার্চ ২০২৫,

৪ চৈত্র ১৪৩১

Radio Today News

ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে প্রাণিসম্পদ অধিদফতর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৪, ১৮ মার্চ ২০২৫

Google News
ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে প্রাণিসম্পদ অধিদফতর

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রাণিসম্পদ অধিদফতর। মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম।

কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি খবর প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে এলে আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

গাজীপুরে বেশ কিছুদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার ঝড় বইছে।

ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে।

চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়।

মূলত মাংসের দাম কম হওয়ায় ক্রেতারা এতে আগ্রহী। যেখানে গরুর মাংসের বাজারদর প্রতি কেজি ৭৫০ টাকা, সেখানে ঘোড়ার মাংস মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত পরিবারও ঘোড়ার মাংস খাওয়ার দিকে ঝুঁকছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের