মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫,

৪ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫,

৪ চৈত্র ১৪৩১

Radio Today News

যশোরে চাঁদাবাজদের গুলিতে ইজারাদারের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ১৮ মার্চ ২০২৫

Google News
যশোরে চাঁদাবাজদের গুলিতে ইজারাদারের মৃত্যু

যশোর শহরের রেলরোড পঙ্গু হাসপাতাল এলাকায় মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদী রেলবাজারের ইজারাদার ও রেলগেট এলাকার মীর শওকতের ছেলে।

পরিবারের দাবি, স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তা না দেওয়ায় তাকে ছয়-সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে মৃত্যু হয়।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ট্যাটু সুমন নামে এক সন্ত্রাসী তাকে গুলি করে। ঘটনার পেছনে রেলবাজারের ইজারা নিয়ে বিরোধ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল।
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের ধরতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের