সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

Radio Today News

সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে নিহত ইউপিডিএফ সদস্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ১৬ মার্চ ২০২৫

Google News
সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে নিহত ইউপিডিএফ সদস্য

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে। নিহতের নাম নির্মল খীসা (৩২)। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামার পাড়ায় এ ঘটনা ঘটে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএসকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানে না বলে জানান জেএসএস শীর্ষ নেতারা।

ইউপিডিএফ সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামার পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য নির্মল খীসা অবস্থান করছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৬ থেকে ৭ জনের সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে নিহত তিনি।

এ ঘটনার ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনীর একটি দল। কিন্তু তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থল থমতমে। উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সশস্ত্র সন্ত্রাসীর রাজত্ব কায়েম করতে ইউপিডিএফ কর্মীদের হত্যা করছে।

তিনি আরও বলেন, নির্মল খীসার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা না হলে ইউপিডিএফ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের