শনিবার,

১৫ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

শনিবার,

১৫ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

Radio Today News

সেনাবাহিনীর সাত মিনিটের আল্টিমেটাম, এক মিনিটেই অবরোধ প্রত্যাহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ১৫ মার্চ ২০২৫

Google News
সেনাবাহিনীর সাত মিনিটের আল্টিমেটাম, এক মিনিটেই অবরোধ প্রত্যাহার

গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ওভারটাইম বিলসহ ১৪ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটামের পর মাত্র ১ মিনিটের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ইস্মোগ সোয়েটার কারখানার প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

দাবি পূরণের আশ্বাস ও সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। সেনা কর্মকর্তারা হ্যান্ড মাইকে ঘোষণা দেন, ‘৭ মিনিটের মধ্যে রাস্তা ছাড়তে হবে, না হলে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।’ এই সতর্কতার পর ১ মিনিটের মধ্যেই শ্রমিকরা সরে দাঁড়ান।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি এবং প্রোডাকশন বোনাস থেকে বঞ্চিত। এসব বিষয়ে সুরাহার দাবিতে তারা আন্দোলনে নামেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের