
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সাথে আয়োজিত ইফতারের স্থানে প্রবেশ করতে গিয়ে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াই টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
এতে নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।
আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়া করে পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম