বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

রাঙ্গামাটিতে প্রসবের সময় মা হাতিসহ নবজাতক শাবকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ১১ মার্চ ২০২৫

Google News
রাঙ্গামাটিতে প্রসবের সময় মা হাতিসহ নবজাতক শাবকের মৃত্যু

রাঙ্গামাটিতে প্রসবের সময় একটি মা হাতিসহ নবজাতক শাবক মারা গেছে। বনবিভাগের তথ্য বলছে, হাতিটি শাবক প্রসবের সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। এমনকি শাবকটি পুরোপুরি ভূমিষ্ঠ করতে পারেনি মা হাতিটি। শাবকটি অর্ধেকটা পেটে থাকা অবস্থায় মা হাতিটি মারা যায়।

ধারণা করা হচ্ছে, দুই দিন আগে জেলার রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার একটি বাগানে এই ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন জানান, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকার গহীন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় প্রসব কালে একটি শাবকসহ মা হাতিটি মারা গেছে।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয়। পরে শাবকসহ হাতিটি মারা গেছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়।

তিনি জানান, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা হাতিটি প্রসবকালে শাবকটি দেহের অর্ধেক অংশে আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরনিজৎ চাকমা বলেন, সন্তান দেওয়ার সময় যন্ত্রণায় চটপট করতে করতে মা হাতিটি বাচ্চাসহ মারা গেছে। এর বয়স ২০ বছরের বেশি হতে পারে। মৃত হাতিটির ওজন প্রায় তিন টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের