বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় আরও এক মৃত্যু, মোট চার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ১১ মার্চ ২০২৫

Google News
নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় আরও এক মৃত্যু, মোট চার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় মো: সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। 

মঙ্গলবার দিনগত রাত ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ আটজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

নিহত সোহাগ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

এর আগে গত সোমবার (৩ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

দগ্ধরা হলেন- হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)।

এর মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালি ও সোহাগ মারা গেছেন।

দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের