
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোদনাইলের পশ্চিম ধনকুন্ডার (শান্তিবাগ) ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. সাব্বিব (১৬), মো. হান্নান (৪০), লাকি খাতুন (৩০), মোছা. সামিয়া (৯), জান্নাত আলা (৩), রূপালী খাতুন (২০), সুমাইয়া আকতার (১ বছর ৬ মাস) ও মো. সোহাগ (২৩)। সবাই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বেশির ভাগের অবস্থায় আশঙ্কাজনক। সাব্বিরের শরীরের ২৭, হান্নানের ৪৫, লাকির ২২, সামিয়ার ৭, জান্নাতের ৩, রূপালীর ৩৪, সুমাইয়ার ৪৪ ও সোহাগের শরীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় বাড়ির মালিক মো. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান। তবে ঘটনার পর থেকে পলাতক ইব্রাহিম।
স্থানীয় বাসিন্দা শাহিদা, আলেয়া ও আব্দুর রহিম জানান, বাড়ির মালিক ইব্রাহিমের খেয়ালিপনার কারণে বিস্ফোরণ হয়েছে। আগেও বাড়ির দুটি কক্ষে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছিল। কিন্তু বাড়ির মালিক তা আমলে নেননি।
রেডিওটুডে নিউজ/আনাম