শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সন্ধ্যার পর ঢাকা শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় : রুমিন ফারহানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৫, ১ মার্চ ২০২৫

আপডেট: ০৭:৩৬, ১ মার্চ ২০২৫

Google News
সন্ধ্যার পর ঢাকা শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় : রুমিন ফারহানা

দেশের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় থাকে না। বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সন্ধ্যার পর ঢাকা শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক প্রমুখ।

ব্যারিস্টার রুমিন আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করতে পারলেও বিএনপি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি।’

তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় হলো নির্বাচন। দেশের নির্বাচিত সরকার থাকলে প্রশাসন ও পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা সঠিকভাবে চলতে সংঘবদ্ধ শক্তি হিসেবে কাজ করে।

তিনি আরো বলেন, ‘১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ এখন ভোট দেওয়ার উন্মুখ হয়ে আছে। তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবে।' 

মানুষের এই ইচ্ছার প্রতি সরকারকে সম্মান জানানোর অনুরোধ জানিয়ে দেশের মালিকানা জনগণ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের