বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

কুড়িগ্রামে ২৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ২৮ নভেম্বর ২০২১

Google News
কুড়িগ্রামে ২৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ছবি: রেডিও টুডে

তৃতীয় ধাপে কুড়িগ্রামের সদর, ফুলবাড়ীও নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নের ২৮৬টি ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন চলছে।

এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

২৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৭৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৩৯ জন।

জেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সুষ্ঠ করতে ১৩ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন র‌্যাব, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ১৫ জন ম্যাজিস্ট্রেটের ১৫টি টিম মাঠে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের