শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

চলন্তবাসে ডাকাতি ও শ্লীলতাহানি: মূলহোতাসহ গ্রেপ্তার ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
চলন্তবাসে ডাকাতি ও শ্লীলতাহানি: মূলহোতাসহ গ্রেপ্তার ২

চলন্তবাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনার মূলহোতা আলমগীরসহ তার সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এদিন ভোরে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সাবুপাড়া গ্রাম ও ঢাকার আশুলিয়া থানাধীন ধানসোনা পশ্চিম পলাশবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ। এর আগে ঘটনার সঙ্গে জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘটনার মূলহোতা আলমগীর শেখ (৩৪) ও তার সহোদর ভাই সহযোগী রাজিব হোসেন (২১)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ আলম শেখের ছেলে।

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি জানান, মহাসড়কে আন্তঃজেলা বাস ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড ডাকাত সর্দার আলমগীরকে গুপ্তচরের তথ্য মোতাবেক গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা লুণ্ঠিত ৪ হাজার ২১০ টাকা ও ৫২টি রূপার আংটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলাসহ মাদক মামলা রয়েছে।

তিনি আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, ঘটনায় লুণ্ঠিত মোবাইল, ঘটনার ব্যবহৃত ছুরি ও নারী যাত্রীদের কাছ থেকে লুণ্ঠন করা ইমিটেশনের গহনা তার আপন ভাই রাজিব হোসেনের কাছে জমা রেখেছে। পরবর্তীতে আলমগীরের দেওয়া তথ্যমতে রাজিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা বিভিন্ন মডেলের ১০টি মোবাইল, নারী যাত্রীদের হাত থেকে লুণ্ঠন করা দুই জোড়া মোটা ও তিন জোড়া চিকন ইমিটেশনের গহনা চুড়ি, তিনটি ব্যাগ, তিনটি এনআইডি কার্ড, একটি এটিএম কার্ডসহ ঘটনায় ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের