শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আদালতে এজলাসের সামনে প্রেমিকার বিষপান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আদালতে এজলাসের সামনে প্রেমিকার বিষপান

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামের এক নারী বিষপান করেছেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী নগরীর আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। তিনি এক আইনজীবীর ক্লার্ক বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, বিষপান করা ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামের একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিয়ে করা না করা নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে আজও দুজনের কথা কাটাকাটি হয়। এর জেরে আজ বুধবার আদালত এলাকায় একপর্যায়ে বিষপান করেন ওই নারী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জানান, বিভিন্নজনের মাধ্যমে জেনেছি, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের