শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

তিস্তার পানির ন্যায্য হিস্যা

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ

তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকা জুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তাপাড়ের কয়েক লাখ মানুষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে প্রতিবাদের অংশ হিসেবে মশাল প্রজ্বলন করা হয়।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি।

সোমবার সকাল থেকে শুরু হয়েছিল এই লাগাতার কর্মসূচি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচি দেয়।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে তিস্তার সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি লালমনিরহাটের তিস্তা সেতু এলাকায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের লাগাতার কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি আরেো বলেন, বর্তমান সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তে পলাতক খুনি ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিক্ষুব্ধ তিস্তাবাসীর কণ্ঠে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই, ‘পানি আগ্রাসন মানি না মানব না‘ পানির ন্যায্য হিস্যা চাই-দিতে হবে দিতে হবে‘ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু কর- করতে হবে।

এখন তিস্তা বিস্তৃত ১১টি পয়েন্টে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের