বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

ফেনী সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যান উল্টে গিয়ে পাঁচজন নির্মাণশ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হন আরও ১০ জন। হতাহতের শিকার নির্মাণশ্রমিকরা পিকআপভ্যানের যাত্রী ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ইউনিয়নের হাফেজিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা পিকআপে ছিলেন। তারা নির্মাণশ্রমিক।

ঘটনাস্থলে থাকা মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৫ জন নির্মাণশ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। হাফেজিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। পিকআপের শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত ও ১০ জন আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের