বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো রোগীবাহী অ্যাম্বুলেন্স

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো রোগীবাহী অ্যাম্বুলেন্স

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর  ৩০ নম্বর পিলার এলাকায়  ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি বাস সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। ওই অ্যাম্বুলেন্সে রোগী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের