শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

পলকের সব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
পলকের সব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।

অভিযোগ রয়েছে, পলক ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ কারণে দুদক আদালতের কাছে আবেদন করে পলকের যাবতীয় সম্পদ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য। আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় প্রদান করে এই সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তাঁর নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

জানা গেছে, ক্রোক করা জমির মোট বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের