বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

দুই শিশুসন্তানসহ বাবার বিষপান, মারা গেলেন তিনজনই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
দুই শিশুসন্তানসহ বাবার বিষপান, মারা গেলেন তিনজনই

হবিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- কন্যা আয়েশা আক্তার (৩), খাদিজা আক্তার (৫) ও বাবা আব্দুর রউফ (৩২)।

তাদের পরিবার জানায়, রউফ দম্পতির প্রায়ই ঝগড়া হতো। গত দিন আগে গৃহবধূ দুই মেয়েকে রেখে এক বছরের শিশুকে নিয়ে বাবারবাড়ি  চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আব্দুর রউফ তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা জানান, অবস্থার অবনতি ঘটলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন আব্দুর রউফও মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, প্রাণ গেলো শিশুরব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, প্রাণ গেলো শিশুর
এদিন দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কোনো পুলিশ ফাইল হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের