বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামানের কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনে পুড়ে যায় বাড়িটি।

কাফি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন। একইসাথে তিনি আন্দোলনে ছাত্রদের পক্ষে বিভিন্ন সময়ে ভিডিও তৈরি করে আলোচিত হন। তবে সাম্প্রতিক সময়ে বইমেলায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছেন তিনি।

আগুনের বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, “রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে ফোন আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে।”

এই কর্মকর্তা আরও বলেন, “আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই। তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন।”

কাফির বাবা রজপাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এ বি এম হাবিবুর রহমানের অভিযোগ, “আমাদের ঘরটি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। বাড়ির কিছুই অবশিষ্ট নেই। সব শেষ হয়ে গেছে।”

এ নিয়ে প্রতিবেশীরা বলছেন, আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সঙ্গে প্রতিবেশীরাও আগুন নির্বাপণের কাজে নেমে যায়। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই এক কাপড়ে নেমে পড়েছে। কোনো রকমে জানে বাঁচা গেল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের