রোববার,

০২ ফেব্রুয়ারি ২০২৫,

১৯ মাঘ ১৪৩১

রোববার,

০২ ফেব্রুয়ারি ২০২৫,

১৯ মাঘ ১৪৩১

Radio Today News

ছাত্রলীগের হামলায় তিন শিবির কর্মী আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ছাত্রলীগের হামলায় তিন শিবির কর্মী আহত

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তিনজন কর্মী আহত হওয়ার ঘটনা নিয়ে বিএনপির দুই কর্মীর ওপর পাল্টা হামলা চালিয়েছে শিবির। এ নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া গ্রামে ছাত্রলীগ নেতা আরিফ ও হাফিজুলের নেতৃত্বে ১০-১২ জন পরিকল্পিতভাবে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের তিন কর্মী রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম ও সাইফুল ইসলামের ওপর হামলা করেন। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলার পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাতেই বালিপাড়া বাজারে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিনের ঘটনার জেরে শনিবার সকালে উপজেলা জামায়াতের আমির আলী হোসেন ও সেক্রেটারি রাতুল পঞ্চায়েতের নেতৃত্বে বালিপাড়া বাজারে মিছিল বের হয়। মিছিল থেকে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিল শেষে ছাত্রশিবিরের কয়েকজন কর্মী স্থানীয় বিএনপি কর্মী রাকিবুল ইসলাম ও আবদুল্লাহর ওপর হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশ ও উপজেলা বিএনপির নেতারা গিয়ে তাদের শান্ত করেন। উপজেলা জামায়াত ও বিএনপির নেতারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির বলেন, উভয় দল এ হামলার বিষয়ে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বালিপাড়া ইউনিয়নের তিন শিবির কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল হয়। মিছিল শেষে বালিপাড়া বাজারে হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে ছাত্রশিবিরের কথা কাটাকাটি হয়। বিএনপি দাবি করেছে, তারা তাদের কর্মী। এ বিষেয় দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচানা করে ব্যবস্থা নেওয়া হবে। আর হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইন্দুরকানী থানার পরিদর্শক মো. মারুফ হোসেন জানান, ছাত্রশিবিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের