শনিবার,

০১ ফেব্রুয়ারি ২০২৫,

১৯ মাঘ ১৪৩১

শনিবার,

০১ ফেব্রুয়ারি ২০২৫,

১৯ মাঘ ১৪৩১

Radio Today News

ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের মিঠাপুকুরে রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে।

গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দুটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী পরিবহন চলাচল করে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়ে পড়ে। একইসঙ্গে কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় হয়ত চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়।

অন্যদিকে, রংপুরে বইছে হিমেল হাওয়া। সেইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে শীতের দাপট বেড়েছে। শীতের কারণে মানুষজন কাবু হয়ে পড়েছেন। মাঘে প্রকৃতির এমন বৈরী আচরণে বৃষ্টির মত শিশির পড়ছে। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে, ঘটছে দুর্ঘটনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের