শুক্রবার,

২৪ জানুয়ারি ২০২৫,

১০ মাঘ ১৪৩১

শুক্রবার,

২৪ জানুয়ারি ২০২৫,

১০ মাঘ ১৪৩১

Radio Today News

জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব; বিএসএফের প্রসঙ্গে বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩০, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:৩১, ২৩ জানুয়ারি ২০২৫

Google News
জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব; বিএসএফের প্রসঙ্গে বিজিবি

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মন্তব্য করেছেন, সীমান্তে বিএসএফের মোকাবিলায় বিজিবি যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত। তিনি বলেন, ‘বিজিবিই সীমান্তে বিএসএফকে মোকাবেলা করতে সক্ষম। আমরা প্রথমে প্রতিরোধ করব, প্রয়োজনে ১৮ কোটি মানুষ এক হয়ে যুদ্ধ করবে। আমাদের জীবন দিয়ে হলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘তবে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ভিড় করবেন না, কারণ আমাদের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা।’

বিজিবির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুষ্ঠিত একটি জনসচেতনতামূলক সভায় এ মন্তব্য করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির আওতায় বাখোরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।

তিনি আরও বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে। আর পেছনে আছে ১৮ কোটি মানুষ। তাই মনোবল চাঙ্গা আছে। শূন্য লাইনে যখন বিজিবি থাকবে তখন আপনারা সীমান্তে শান্তি রক্ষার স্বার্থে আমাদের ওপর ভরসা রাখুন। 

সভায় বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রমকে সহায়তা করার আহ্বান জানান। এছাড়াও ভারতীয় আগ্রাসন সম্পর্কে সচেতন থাকার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে, তবে সীমান্তে মাদক বা চোরাচালানে যুক্ত হওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের