বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

১০ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

১০ মাঘ ১৪৩১

Radio Today News

চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩০, ২৩ জানুয়ারি ২০২৫

Google News
চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর নতুনব্রীজে হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ার) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজের গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। গ্রেফতারকৃত রিপন বড়ুয়া (৩৬) বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, তিনি সরকারি শুল্ক ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেট এনে রিয়াজুদ্দিন বাজারে সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা। যার আনুমানিক মূল্য সাড়ে লাখ টাকা।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইখতিয়ার উদ্দিন। অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের