বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:০৭, ২২ জানুয়ারি ২০২৫

Google News
জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম

দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়ার একদিন পর খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর দল দুটির যৌথ সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াত ও আইএবির ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, একই মতাবলম্বী তারা একসঙ্গে... কাজ করার কথা ভাবতে পারেন। এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

নজরুল ইসলাম খান বলেন, এক সময় এক দল আরেক দলের বিরোধিতা ও সমালোচনা করলেও পরে আন্দোলনের সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়... এর আগেও বহুবার এমন হয়েছে যে, যারা একসময় একমত হয়েছিলেন তারা পরে দ্বিমত পোষণ করেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, তাদের দল সরকার গঠন করলে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।আমরা খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের উপায় নিয়ে আলোচনা করেছি।

জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বরিশালে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মধ্য দিয়ে দুই দলের ঐক্যের আভাস দেন জামায়াত আমির।

পরে দুই দলের নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে কিনা প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনও প্রহসনের নির্বাচন হতে দেবো না। তাই যথাযথ সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের