বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

ছেলের সামনে বাবাকে হত্যা: ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৪, ২২ জানুয়ারি ২০২৫

Google News
ছেলের সামনে বাবাকে হত্যা: ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ছেলের সামনে বাবাকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় ১৯ জনকে খালাস দেয়া হয়। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের সাহেবালী মুন্সি (৫৫), খোকন মুন্সি (৩৫), শাহাবুদ্দিন মুন্সি (৪৫), হান্নান মুন্সি (৪৮) ও লাবলু মুন্সি (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের বাবুল হাওলাদার (৫৫) আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। এসময় কালিবাড়ী দক্ষিণ খেয়া ঘাটের স্থানীয় আজিজুল হাওলাদারের দোকানের সামলে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেবালী মুন্সিসহ অন্তত ৩০ থেকে ৪০ জন অস্ত্রসস্ত্রে নিয়ে বাবুল হাওলাদারের ওপর হামলা চালায়। 

এসময় বাবুল হাওলাদারের চিৎকারে তার ছেলে ইমরানসহ স্থানীয়রা এগিয়ে আসে। এরপরেও তারা বাবুলকে মারাত্মকভাবে কুপিয়ে মুর্মূষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ৪২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

এ মামলায় ২০১৬ সালের ২৪ মে ২৭ জনকে দোষী করে চাজর্শীট দেয়া হয়। যার মধ্যে ৩ জন আসামি এরই মধ্যে মারা গেছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

এ রায়ে আসামি ও বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করেন। দু'পক্ষেই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে জানান। রায়ের সময় ২২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট এমারাত হোসেন খান জানান, রায়ে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। অধিকাংশ আসামিকে খালাস দেয়ায় বাদীর সঙ্গে আলাপ করে আপীল করা হবে।

অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালালুর রহমান জানান, আমরা আশা করেছি সব আসামি খালাস পাবেন, কিন্তু পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় আমরা সংক্ষুদ্ধ। এ রয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের