বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

সবজি নয়, বাড়ির আঙিনায় গাঁজার চাষ!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৫

Google News
সবজি নয়, বাড়ির আঙিনায় গাঁজার চাষ!

বাড়ির আঙ্গিনায় সবজি চাষে ভাগ্য বদলে কথা শোনা গেছে নিশ্চয়ই। তবে এবার সবজি নয়, ভাগ্য বদলের জন্য বাড়ির আঙিনায় লাগানো হয়েছে গাঁজার গাছ। বাড়ির ঠিক রান্না ঘরের পাশেই সেই গাছটি লম্বায় প্রায় ১৩ ফুট, ওজনও ১০ কেজি!

বুধবার (২২ জানুয়ারি) এমনটাই জানিয়েছে চাটমোহর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া গ্রামের একটি বাড়ি থেকে গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক বিক্রির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে পুলিশ। তল্লাশির এক পর্যায়ে একটি বাড়ির আঙ্গিনায় চোখে পড়ে গাঁজার গাছ। পরে ওই বাড়ির ভেতরে অভিযান চালিয়ে আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সাজেদুল ইসলাম নামের ‍ওই ব্যক্তি বাড়ির রান্না ঘরের পাশেই গাছটি লাগিয়েছিলেন। ১৩ ফুট লম্বা গাঁজার গাছের ওজন প্রায় ১০ কেজি। একইভাবে গ্রেপ্তার আব্দুস সামাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, নিজ বাড়িতে চাষ করা গাঁজার গাছ ও গাঁজা জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। বুধবার সকালে তাদের দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের