বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭, ২২ জানুয়ারি ২০২৫

Google News
খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান ওরফে পিয়াল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে এবং পরে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের সময় মেহেদী হাসান হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয় এবং তাকে অহেতুক ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে তিনি তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে তার নাম পিয়াল হাসান লেখা ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদী হাসানকে থানায় সোপর্দ করে। অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের