টেকনাফ স্থলবন্দরের পথে আটক হওয়া মিয়ানমারের পণ্যবাহী চারটি কার্গোর মধ্যে তিনটি কার্গো ছেড়ে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৮ জানুয়ারি মিয়ানমার থেকে টেকনাফ বন্দরের উদ্দেশে যাত্রার সময় আরাকান আর্মি চারটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার রিজিয়নের বিজিবি কর্মকর্তাদের ধারাবাহিক আলোচনার পর আজ সকাল সাড়ে ১০টায় তিনটি জাহাজ মুক্তি পেয়ে টেকনাফ বন্দরে পৌঁছেছে। চতুর্থ জাহাজটিও আগামীকালের মধ্যে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার নাফ নদীর জলসীমায় তল্লাশির অজুহাতে আরাকান আর্মি জাহাজগুলো নিয়ে যায়। শনিবার একটি জাহাজ মুক্তি দেওয়া হয় এবং আজ আরও দুইটি মুক্তি পেয়েছে।
স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা আচার, শুঁটকি, সুপারি, এবং ৩০ হাজার বস্তার বেশি পণ্য ছিল।
স্থানীয়রা আরও জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে ৮ ডিসেম্বর থেকে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে রয়েছে। এর ফলে ৩ ডিসেম্বরের পর মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে কোনো পণ্যবাহী জাহাজ আসেনি।