সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

Radio Today News

ডা. সাবরিনা শীতে উত্তাপ দিতে সাহায্য করছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ জানুয়ারি ২০২৫

Google News
ডা. সাবরিনা শীতে উত্তাপ দিতে সাহায্য করছেন

আলোচিত এবং সমালোচিত নাম ডা. সাবরিনা। করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন তিনি। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম।

 ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। এ অভিযোগে জেল খেটেছেন। পরে জেল থেকে বের হয়ে লেখেছেন বই, বন্দিনী। এ নামে একটি ফাউন্ডেশনও খুলেছেন। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে।

এ চ্যানেলেই তিনি জানালেন এ শীতে অসহায়দের শীতে উত্তাপ দিতে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন।
 
ভিডিওতে দেখা যায়, একটা জিনসের প্যান্ট ও কালো টি শার্ট  পরিহিতা  তিনি কম্বলগুলো দেখছেন। নেপথ্য থেকে কেউ বলছেন এইগুলোর দাম , ৯০০ টাকা। তখন সাবরিনা বলেন, বেশ মোটা তো। এগুলো ভালো।
 
এরপর হেটে আরেক পাশে রাখা কম্বলের পাশে এসে দাড়ালে নেপথ্য কন্ঠ বলে, এগুলোর দাম ৭০০ টাকা। পরে অন্য পাশে তিনি গিয়ে কম্বল দেখলে নেপথ্য কন্ঠ বলে , এগুলোর দাম ২০০ টাকা। একটু পাতলা।
 
বোঝা যায়, শীতার্তদের উত্তাপ দিতেই মানবিক সাহায্য করতে যাচ্ছেন সাবরিনা।
 
গতকাল শনিবার  একটি মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তিনি আগামী নির্বাচনেও সংসদ সদস্য হিসেবে দাড়াতে পারেন। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের