রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

Radio Today News

হিন্দুদের পূজার অনুষ্ঠানের দিন মাহফিল না করার আহ্বান আজহারীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২১, ১৮ জানুয়ারি ২০২৫

Google News
হিন্দুদের পূজার অনুষ্ঠানের দিন মাহফিল না করার আহ্বান আজহারীর

‘আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সব মিলিয়ে আমরা বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মাঝে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি অনেকের তা ভালো লাগে না।’

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে লালমনিরহাটে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী এ কথা বলেন।

মিজানুর রহমান আজহারী বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলে হিন্দু ভাইয়েরা কোনো ডিস্টার্ব করেন না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা আবহমানকাল থেকে চলে আসছে। আমি যদি বলি আপনারা হাত তোলেন। শত শত হাত এখানে উঠবে কিন্তু আমি বলতে চাই না। খুলনায় কয়েকশ হিন্দু ভাইরা আসছেন আমাদের আলোচনা শুনতে। আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসেন আমাদের আলোচনা শুনতে। আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা আমাদের একটি দায়িত্ব। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। ইসলামের সৌন্দর্য এমন করে ফুটিয়ে তুলতে হবে যাতে করে অমুসলিম ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যান।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, হিন্দুদের পূজার অনুষ্ঠানের দিন আমরা মাহফিল করি না। যেদিন আমাদের তাফসিরুল কোরআন মাহফিল হয় ওইদিন তারাও পূজা অনুষ্ঠান করে না। পূজা অনুষ্ঠানে মাদরাসার ছাত্ররা গিয়ে পাহারা দেন। গোটা বিশ্বে এরকম নজির বিরল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদরাসার ছাত্ররা গিয়েই পাহারা দেন। এ নজির গোটা বিশ্বের কোথায় পাবেন না।  

তিনি বলেন, দেশের ইতিহাসে হিন্দু-মুসলিম দাঙ্গা নেই। আমরা ভাই-ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। মাঝে মধ্যে ঝগড়া লাগাতে চায়। পত্র-পত্রিকায় দেখা যায়, বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত। এগুলো ইসলামের কোনো সর্ম্পক নেই। এজন্য দুর্বৃত্তদের থেকে সাবধান থাকতে হবে। সব সময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে এক ঘণ্টাও লাগবে না। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের