বাগেরহাটের মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার উপরের পাথরের স্তূপে ওঠে গেলে তাদের ভটভটিটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন মল্লিক (৩৫) ।
নিহত ভটবটি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইতলায়। এ ছাড়া আহতদের সবার বাড়িও সোনাইলতলা এলাকায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। তারা সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, পরিবারের কোনও আপত্তি না থাকায় লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম