শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

Radio Today News

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ১১ জানুয়ারি ২০২৫

Google News
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার অদূরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এ কর্মসূচি পালন করে। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। ৩০ মিনিটের রোড ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার  উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। 

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল সন্ধ্যার দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবরে রাত ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়। এর পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জ জেলার বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। 

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। তবে বর্তমানে এক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের