রোববার,

১২ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

রোববার,

১২ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

Radio Today News

টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল পাঁচ মণের পাখিমাছ, দাম কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৬, ১১ জানুয়ারি ২০২৫

Google News
টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল পাঁচ মণের পাখিমাছ, দাম কত?

টেকনাফ সেন্ট মার্টিনের নিকটবর্তী সাগরে মৌলভীর শীল এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের একটি মাছ। স্থানীয়দের কাছে এটি পাখিমাছ নামে পরিচিত। এ মাছ সাগরে খুব দ্রুতগতিতে ছুটে চলে এবং মাঝেমধ্যে পানির ওপর দিয়ে উড়াল দেয়।

গতকাল শুক্রবার শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রফিকের জালে মাছটি ধরা পড়ে।

ছয়জন জেলে মাছটি কাঁধে করে নিয়ে এলে উত্সুক জনতা ভিড় করে। সচরাচর এ মাছ জালে ধরা পড়ে না।
টেকনাফ উপজেলা মত্স্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাছটি ‘পাখিমাছ’ হিসেবে পরিচিত। এ মাছের ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে।

সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছ অনেক দ্রুতগতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটে চলে। তবে মাছটি খেতে সুস্বাদু হলেও টেকনাফ এলাকায় এই মাছের চাহিদা তেমন নেই। তাই এত বড় মাছ বিক্রি হলো মাত্র ১৫ হাজার টাকায়।

নৌকার মালিক মোহাম্মদ রফিক জানান, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রি জন্য মাছটি নিয়ে আসেন জেলেরা। এই এলাকায় পাখি মাছের চাহিদা তেমন না থাকায় বিক্রি করা হলো মাত্র ১৫ হাজার টাকায়।

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, ‘দুদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশে যাই। পরে বৃহস্পতিবার সেন্ট মার্টিনসংলগ্ন মৌলভী শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখিমাছটি ধরা পড়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের