শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

কলাপাড়ায় এক ট্রলারেই উঠল ৪০ লাখ টাকার ইলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৭, ১০ জানুয়ারি ২০২৫

Google News
কলাপাড়ায় এক ট্রলারেই উঠল ৪০ লাখ টাকার ইলিশ

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের একটি ট্রলারে ১৯৫ মণ ইলিশসহ সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে ৪০ লাখ ১৪ হাজার টাকায়। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা হয়।

গত রবিবার দিবাগত রাতে কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে ১৭ জন জেলে নিয়ে মাছ শিকারের জন্য যায় ট্রলার এফ বি বিসমিল্লাহ-০১। দুই দিন মাছ শিকার করে বৃহস্পতিবার শেষ বেলায় তীরে ফিরে আসে ট্রলারটি।

আলীপুরের মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয়। সব মিলিয়ে দাম পাওয়া যায় ৪০ লাখ ১৪ হাজার টাকা।

মাঝি এখলাস গাজী জানান, ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের রুপালি ইলিশ মণপ্রতি ৪০ হাজার টাকায়, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের মণপ্রতি ২৫ হাজার টাকা এবং ছোট আকারের ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকার বিক্রি হয়েছে।

সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকার মাছ একটি ট্রলার থেকেই বিক্রি হয়েছে।

এফ বি বিসমিল্লাহ-০১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, ‘সাগরে এখন আগের মতো ইলিশ ধরা দিচ্ছে না। অনেক দিন পর কিছু মাছ শিকার করেছে আমার ট্রলারের জেলেরা। বিগত দিনে ধারাবাহিক লোকসানের কারণে মন্দা যাচ্ছিল।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের