নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার একটি বাসা থেকে দিলীপ কুমার সাহা (৭১) নামের কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘুমাতে যান দিলীপ কুমার সাহা। শুক্রবার সকাল ৭টার দিকে গৃহপরিচালিকা এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে এসে বাসায় পৌঁছে দেখেন ঘরের দরজায় তালাবন্ধ। এ সময় তিনি দিলীপ সাহাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলীপ কুমারের ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। গত কয়েকদিন আগে দিলীপের স্ত্রী ঢাকায় ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন। দিলীপ বাসায় একা ছিলেন। বাসা থেকে কিছু খোয়া গেছে কি-না তা তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে।’