বরিশাল মহানগর যুবলীগের এক নেতাকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের গোরস্তান সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত শাহরিয়ার সাচিব ওরফে রাজিব (৪৭) বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোরস্তান রোডের কাছেমাবাদ খানকাসংলগ্ন এলাকার প্রয়াত নজরুল ইসলামের ছেলে। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী ছিলেন। স্বজনেরা জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর আজ সকালে শাহরিয়ারের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের গোরস্তান সড়কের কাছেমাবাদ খানকার সামনে একদল দুর্বৃত্ত শাহরিয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে। তার দুই পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রগ কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন শাহরিয়ারকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেই ভিডিওর বরাত দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো দা নিয়ে শাহরিয়ার সাচিবকে ধাওয়া করছেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান।
মিজানুর রহমান আরও বলেন, এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। কারা, কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।