শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৯, ১০ জানুয়ারি ২০২৫

Google News
বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে এটি না সরালে নিজ দায়িত্বে জনতা সেটি সরিয়ে দেবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার বাদ যোহর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ম্যুরাল অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতীত কোনো ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেওয়া হবে না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার। আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসন কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ না করলে সিলেটের সাধারণ ধর্মপ্রাণ জনতা নিজ থেকেই দায়িত্ব নিয়ে এটি সরিয়ে দেবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের