নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে এ ঘটনা ঘটে
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।
স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা।
স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে।
এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিল।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাত ৯টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম