চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের এই জেলায় সকাল ৬টায় তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। এর ফলে এই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে।
শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ছয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যায় কুয়াশা না থাকায় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮.১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। বৃহস্পতিবার নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
রেডিওটুডে নিউজ/আনাম