বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

বান্দরবানের লামায় জঙ্গলের পাশে মিলল বন্য হাতির মরদেহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৬, ৭ জানুয়ারি ২০২৫

Google News
বান্দরবানের লামায় জঙ্গলের পাশে মিলল বন্য হাতির মরদেহ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয়রা মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয়দের জানান, বিভিন্ন ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতিটির মৃত্যু হতে পারে।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাহা ইলাহী হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাতিটি কিভাবে মারা গেল তার কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের