বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৪ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৪ পৌষ ১৪৩১

Radio Today News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫১, ৬ জানুয়ারি ২০২৫

Google News
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন- শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।

সোমবার সকাল সাড়ে ১০টায় ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি পয়েন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পাগলা বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষে রাজিন ও তার মামা আমিরুল ইসলাম মোটরসাইকেলযোগে আক্তাপাড়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। সিচনি ব্রিজ অতিক্রম করার সময় জগন্নাথপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রাজিন আহমদ ও আমিরুর ইসলাম মারা যান। ঘটনার পর পাগলা-জগন্নাথপুর সড়ক অবরোধ থাকে। দীর্ঘ দুইঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় দু’জনের নিহতের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের