বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৪ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৪ পৌষ ১৪৩১

Radio Today News

ট্রাক্টরের চাকায় পিষ্ট কিশোর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৪, ৫ জানুয়ারি ২০২৫

Google News
ট্রাক্টরের চাকায় পিষ্ট কিশোর

নওগাঁর রাণীনগরে ট্রাক্টার থেকে পড়ে সাজেদুল ইসলাম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) গোনা-লক্ষিপুর সড়কের মদনশাহ পুকুরে এই ঘটনা ঘটে। 

ট্রাক্টারের সহযোগী আকবর হোসেন জানান, আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (১৩) অভাবের তাড়নায় ওই ট্রাক্টারে কিছু টাকার আশায় কাজ করতো। রাত ৩টায় আত্রাই উপজেলার বকুলতলী নামক স্থানে বিরেন পালের ভাটা থেকে ইট বোঝাই করে সাজেদুলের নানা আকবর ও চালকসহ তিনজনে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর নামক স্থানে ইট পৌঁছে দিতে যায়।

তিনি আরো জানান, সেখান থেকে ফেরার পথে ট্রাক্টারের চাকার বাংকারের ওপরে বসে সাজেদুল। দুপুর ২টার দিকে গোনা লক্ষিপুর সড়কের মদনশাহ পুকুর পাড়ে পৌঁছলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সাজেদুল।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের