ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে এই মামলা দুটি করেন।
আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক সদস্য ঢাকা-১২ ও ঢাকা-১০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। এই সম্পদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তার এই সম্পত্তি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
তাপস ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ (তিয়াতর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাইত্রিশ) টাকা মূল্যের সম্পদের অবৈধ মালিক হয়েছেন। এসব সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখে এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন।
তিনি ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর হতে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত সময়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন করেছেন। এছাড়াও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ ডলার উত্তোলন করেন।
এসব অস্বাভাবিক লেনদেন করে তিনি অপরাধ করেছেন, ফলে সংশ্লিষ্ট ধারায় তাপসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আসামি আফরিন তাপস তার স্বামী শেখ ফজলে নূর তাপসের সহায়তায় তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। আফরিনের নামীয় ৯টি ব্যাংক হিসাবে তিনি ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা লেনদেন করেছেন। এছাড়াও আফরিন তাপস ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার লেনদেন করেছেন। এসব অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তিনি অপরাধ করেছেন, ফলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম