মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৭ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

চুয়াডাঙ্গায় দু’দিন দেখা নেই সূর্যের, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ৫ জানুয়ারি ২০২৫

Google News
চুয়াডাঙ্গায় দু’দিন দেখা নেই সূর্যের, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দুদিন দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুদিন ধরে এ অবস্থা চলছে। চলতি সপ্তাহের শেষে এ জেলায় আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সূর্যের দেখা না মেলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন। শীত উপেক্ষা করে রিকশা–ভ্যান নিয়ে শহরে এসে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না চালকেরা।

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাস ড্রাইভার আজগার আলী সমকালকে জানান, দু‘দিন ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের কারণে তেমন যাত্রীও মিলছে না।

সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে যান চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকার কৃষক সফুর আলী। তিনি বলেন, আমি দিনমজুরের কাজ করি। গত দু’দিন দিন ধরে অনেক কষ্টে কাজ করছি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আরও দুই-একদিন এমন থাকবে। এরপর একটু উন্নতির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের