রাজশাহীর মোহনপুরে অজ্ঞাত গাড়িচাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জান যায়নি। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মোহনপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ধারণা করা হচ্ছে নিহতরা মোটরসাইকেলে ছিলেন। তাদের অজ্ঞাত ট্রাক বা বাস চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি। একই সঙ্গে দুর্ঘটনা ঘটানো যানবাহন শনাক্তের চেষ্টা করছি। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।