বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বসুন্ধরা পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল ১১টার দিকে হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত মাসের বেতন এখনো মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে কয়েক দিন আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। তবে সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেই সময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। তবে মালিকপক্ষ এখনো বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগে চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়ছি। এতে বিজিএমইএ’কে জানানো হয়েছে’ বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের