বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

মধ্যরাতে চট্টগ্রামে ভয়াবহ আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
মধ্যরাতে চট্টগ্রামে ভয়াবহ আগুন

চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র গণমাধ্যমকে জানায়, একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে।  

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের